চটের গুদামে আগুন : ক্ষতি ১০ লাখ

0

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রামের বাকলিয়া এলাকার একটি চটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়ে ফায়ার সার্ভিস।

fire
fire
s alam president – mobile

আজ বুধবার ভোরে বাকলিয়া থানা ড্রামপাট্টি এলাকায় পঞ্চমতলার একটি ভবনের নিচ তলায় চটের বস্তার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

 

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম বলেন,  আনোয়ার ইসলাম নামে এক মালিকের ব্যক্তিগত মালিকানাধীন আজমির ট্রেনিং এর গুদামে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

তিনি বলেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩০ লাখ টাকার মালামাল। এছাড়া প্রাথমিকভাবে তিনি  অতিরিক্ত তাপমাত্রার কারণে আগুন লাগতে পারে বলে মন্তব্য করেন।

 

Yakub Group

রিপোর্ট : মোর্শেদ রনি

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!