মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ার রামপুর চিংড়িজোনে মৎস্য ঘের ডাকাতিতে বাধা দিলে নুরুল ইসলাম (৫৬) নামের এক ঘের কর্মচারীকে হত্যা করেছে একদল ডাকাত। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার কোরালখালীর দক্ষিণপাড়ার মৃত ওয়াইদুল কাদেরের ছেলে।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোস পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।