চকরিয়ায় ৫ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত

কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯মে) সকাল থেকে বিকাল পর্যন্ত চকরিয়া পৌরশহর ও বদরখালী ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইফতেকারুল মিশুক বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সারাদেশে অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেতৃত্বে চকরিয়া পৌরশহর ও বদলখালীতে এই অভিযান চালানো হয়েছে।’

অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। সেগুলো হলো- চকরিয়া পৌরশহরের একুশে ডায়াগনস্টিক, সেন্ট্রাল হাসপাতালের প্যাথলজি ডিপার্টমেন্ট, বদরখালী জেনারেল হাসপাতালের প্যাথলজী ডিপার্টমেন্ট, বদরখালী মডার্ন ডায়াগনস্টিক সেন্টার ও বদরখালী ল্যাব হাউজ। এ সময় সেন্ট্রাল হাসপাতাল, বদরখালী জেনারেল হাসপাতালে রোগী ভর্তি থাকায় ১৫ দিনের জন্য কার্যক্রম চালানোর সিদ্ধান্ত দেওয়া হয়। তবে নতুন কোনো রোগী ভর্তি না করাতে নির্দেশ দেওয়া হয়।

এছাড়াও চকরিয়ার আর ১০ থেকে ১২টি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানো হয়। এদের মধ্যে অনেকে বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি। তাই তাদের আগামী ১৫ দিন সময় দেওয়া হয়েছে কার্যক্রম বন্ধে।

অভিযানে সঙ্গে ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সায়েমুল ইসলাম, চকরিয়া থানা পুলিশ, চকরিয়া সেনিটারি ইন্সেপেক্টর জয়নাল আবেদিন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মোহাম্মদ হোসেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm