কক্সবাজারের চকরিয়ায় চারটি বসতঘরে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তাদের হামলায় নারীসহ ৪ ব্যক্তি আহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের তেইল্যাকাটা পাহাড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই এলাকার আমির হামজার ছেলে মো. রফিক (৩৫), তার ভাই মো. কালু (৩৬), স্ত্রী হামিদা বেগম (২৬) ও আবু তাহেরের ছেলে মো. তৌহিদ (৪৪)। তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হামিদা ও রফিকের অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত দেড়টার দিকে দেশীয় অস্ত্রসহ ৭-৮ জনের একদল দুর্বৃত্ত কৈয়ারবিলের তেইল্যাকাটা পাহাড়পাড়া এলাকায় চারটি বসতঘরে ঢুকে পরিবারের লোকজনকে জিন্মি করে লুটপাট চালাতে থাকে। এ সময় বাধা দিতে গেলে নারীসহ চারজনকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি এ ঘটনায় স্থানীয় এক যুবক সম্পৃক্ত আছে। এখনও কেউ লিখিত অভিযোগ দেয় নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এএইচ