মুকুল কান্তি দাশ,চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার উপকুলীয় ইউনিয়ন বদরখালীর চিংড়িঘেরের দুটি স্লুইস গেইট থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, কারেন্ট জাল বসানো নিষিদ্ধ হলেও দুটি স্লইস গেইটে মাছ ধরতে কারেন্ট জাল বসানো হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে সাথে ছিলেন বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি ইসমাইল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.শফিকুর রহমান, থানার এসআই মাহাবুব।
এ এস / জি এম এম / আর এস পি :::