কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে মো. ফিরোজ আহমদ (৫৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলা হারবাং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফিরোজ হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর হারবাং এলাকার মফজল হোসেনের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘ফিরোজ আহমদ দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন সে পলাতক ছিলো। বাড়িতে এসেছে খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির মো. আমিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।’
এএইচ