চকরিয়ায় ‘বুলবুল’ মোকাবেলায় প্রস্তুত প্রশাসন

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানার আগে ও পরে করণীয় ঠিক করতে চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভা ইউএনও’র কার্যালয়ে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নের সাইক্লোন শেল্টার ও প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখা হবে। শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। যারা সাপ্তাহিক ছুটিতে বাড়িতে অবস্থান করছেন তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

এসবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm