চকরিয়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

চকরিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
টিআইবির এরিয়া ম্যানেজার এজিএম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আতিক উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, রেঞ্জ অফিসার মো.মাজহারুল ইসলাম ও সনাক সভাপতি অধ্যাপক একেএম শাহাবুদ্দিন।

কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্টানের কর্মকর্তা, সংগঠনের প্রতিনিধি, সনাক-টিআইবি নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm