চকরিয়ায় বনকর্মীদের অভিযানে সেগুন গাছ ভর্তি গাড়ি আটক

0

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় পাচারকালে বনকর্মীদের অভিযানে বিপুল পরিমাণ চোরাই সেগুন গাছ ভর্তি একটি পিকআপ গাড়ি আটক করা হয়েছে।

pic-1-chakaria-15-10-16

s alam president – mobile

গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা বনবিটের অফিসের সামনে বনকর্মীরা অভিযান চালিয়ে গাড়িটি আটক করেন। তবে ওইসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বনকর্মীরা।
বনকর্মীরা জানিয়েছেন, কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে সেগুন গাছ কেটে পাচার করার সময় খবর পেয়ে বনকর্মীরা অভিযানে নামে।

 

ওইসময় মহাসড়কের উপজেলার ডুলাহাজারা বনবিটের অফিসে সামনে বনকর্মীরা পেছনে ধাওয়া করে চোরাই সেগুন গাছ ভর্তি (একটি ঢাকা মেট্রো- ন ১৩-১০১৪নং গাড়ি) আটক করতে সক্ষম হন। পরে গাছসহ আটক গাড়িটি রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

 

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এবিএম জসিম উদ্দিন বলেন, সেগুন গাছ ভর্তি আটক গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এঘটনায় জড়িত পাচারকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Yakub Group

রিপোর্ট : মুকুল কান্তি দাশ,চকরিয়া :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!