কক্সবাজারের চকরিয়ায় সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ন্যায় বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের চিরিংগা নিউ মার্কেটে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
সংগঠনটির সভাপতি অধ্যাপক এ.কে.এম. শাহাবুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সনাক, স্বজন, ইয়েস সদস্য, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক এ.জি.এম.জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানব বন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া (আবাসিক) মহিলা কলেজের অধ্যাপক বুলবুল জান্নাত শাহীন, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এ এম এনামুল হক, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার গাজী গোলাম মোহাম্মদ, নারী নেত্রী জন্নাতুল বকেয়া রেখা, সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মো. মামুনুল ইসলাম, সনাক সদস্য জিয়া উদ্দিন প্রমুখ।