কক্সবাজারের চকরিয়ায় আলোচিত নুরুল হুদা হত্যা মামলার প্রধান আসামি সোহায়েতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালীবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহায়েত বদরখালী ইউনিয়নের টুটিয়াপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. জাকির হোসেন শাওন বলেন, গ্রেপ্তার সোহায়েত বদরখালীর আলোচিত নুরুল হুদা হত্যার মামলার প্রধান আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তাকে গ্রেপ্তার করতে তার পিছনে একাধিক সোর্স নিয়োজিত করা হয়। শনিবার সন্ধ্যায় বদরখালীবাজারে ঘোরাঘুরি করছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।
তিনি আরও বলেন, সোহায়েত ওই এলাকার চিহিৃত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। তাকে রোববার আদালতে পাঠানো হবে।
এএইচ