চকরিয়ায় দুর্ঘটনার ৫দিন পর গরু বিক্রেতার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় কোরবানির হাটে পিকআপের (ডাম্পার) ধাক্কায় গুরুতর আহত গরু বিক্রেতা মোহাম্মদ ইসমাঈল (৫০) ৫দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের ডায়াবেটিস হাসপাতালে তার মৃত্যু হয়।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১০টায় পুলের ছড়া সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত ইসমাঈল কাকারার ২নম্বর ওয়ার্ডের ভিলেজার পাড়ার মৃত কবির আহমদের ছেলে।

কাকারার ইউপি চেয়ারম্যান শওকত ওসমান বলেন, কোরবানের আগের দিন ১১ আগস্ট জিদ্দাবাজার অস্থায়ী গরু বাজারে গরু বিক্রয় করতে যায় ইসমাঈল। মহাসড়কের পাশে গরু দাঁড় করানোর সময় একটি দ্রুতগামী পিকআপ ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে খুলশী ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

তিনি আরও বলেন, পিকআপটি তার জিম্মায় বিএটিবি প্রাঙ্গণে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের কোরবানির দুইদিন আগেও জিদ্দাবাজারের গরুর হাটে বাসের ধাক্কায় মারা যায় আরেক গরু বিক্রেতা।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!