চকরিয়ায় ড্রেজার মেশিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মাতামুুহুরী নদীর চকরিয়া অংশের শতাধিক পয়েন্ট থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে প্রকাশ্যে বিকিকিনি করছে কতিপয় ব্যক্তি। এতে কয়েকজন প্রভাবশালী আশকারাও রয়েছে বলে অভিযোগ। ফলে এ খনিজ সম্পদ থেকে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এছাড়া অপরিকল্পিত বালু উত্তোলন করায় নদী ভাঙন ছাড়াও চোরাবালি সৃষ্টি হয়ে প্রাণ হারাচ্ছে (নদীতে নাইতে নামা) শিশু-কিশোর ও তরুণরা। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও বালি দস্যুদের থামানো যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম বেতুয়া বাজারের কাছে একটি পয়েন্টে অভিযান চালায়। এতে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ ও এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন বড়ুয়া।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!