চকরিয়ায় চিংড়িঘেরে অভিযান : পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার-৩

0

মুকুল কান্তি দাশ,চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার উপকূলীয় ইউনিয়ন পশ্চিম বড় ভেওলার লম্বাখালীস্থ চিংড়িঘের থেকে পিস্তলসহ পাঁচটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র, বেল্টসহ ২০ রাউন্ড তাজা কার্তুজ, একটি রাম দা ও চারটি মোবাইল সেট উদ্ধার ও তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

pic-02-chakaria-14-10-16

s alam president – mobile

আজ শুক্রবার ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

 

উদ্ধার করা হয় দুটি কাটা বন্দুক, একটি দেশীয় তৈরী পিস্তল, একটি শর্টগান, একটি এয়ারগানের ন্যায় দেশীয় তৈরী অস্ত্র, ২০ রাউন্ড তাজা কার্তুজ, একটি গুলি রাখার বেল্ট,একটি রামদা ও চারটি মোবাইল সেট।
চকরিয়া বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি মো.ইসমাইল হোসেন বলেন, একটি চিংড়ি ঘেরের খামার বাড়িতে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসীরা জড়ো হয়েছে খবর পেয়ে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ি ও থানার দুইদল পুলিশ অভিযানে যায়। পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লম্বাখালীস্থ মৌলভী শহিদুল ইসলামের চিংড়ি ঘেরের খামার ঘেরাও করে তিন যুবককে গ্রেপ্তার ও অস্ত্র-কার্তুজসহ মালামাল উদ্ধার করা হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, শুক্রবার সকালে নৌ-পুলিশ ফাঁড়ির আইসি ইসমাইল মুঠোফোনে চিংড়ি ঘেরে সশস্ত্র সন্ত্রাসী জড়ো হওয়ার খবর দেয়। এই খবর পেয়ে থানার একটি পুলিশ টিমসহ বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ি পুলিশকে নিয়ে লম্বাখালী চিংড়ি ঘেরে অভিযান চালায়।

 

এসময় অস্ত্র,গুলিসহ বিভিন্ন মালামাল উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের করবে।

 

Yakub Group

এ এস / জি এম এম / আর এস পি ::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!