করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব রক্ষায় চকরিয়ার বিভিন্ন কাঁচাবাজারগুলোকে খোলা স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
জানা যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলো সরিয়ে স্কুল বা পাশের কোন বড় জায়গায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য পৌরশহরের এবং ইউনিয়ন পর্যায়ের কাঁচাবাজারগুলো বড় মাঠে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘দুয়েকদিনের মধ্যে এসব বাজার সরিয়ে স্কুল মাঠে নেওয়া হবে। মাঠ নির্ধারণের জন্য মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইজারাদারদের সাথে কথা হয়েছে। কেউ আদেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সন্ধ্যা ৬টার পর বাড়ির বাইরে বের না হওয়ার যে সিদ্ধান্ত অমান্য করলেও তার বিরুদ্ধে নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, চকরিয়া পৌরসভা এবং ১৮টি ইউনিয়নে ৫০টির বেশি কাঁচাবাজার রয়েছে। এসব বাজারগুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিলো। এখন সিদ্ধান্ত হলো বাজার খোলা স্থানে সরিয়ে নেওয়ার।
এসএস