চকরিয়ায় কলেজ ছাত্রীর রহস্যময় আত্মহত্যা

0

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ার অভিমানে গলায় ফাঁস লাগিয়ে জান্নাতুল ফেরদৌস উমকি (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত জান্নাতুল ফেরদৌস উমকি ডুলাহাজারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ বৈরাগিরখীল এলাকার আব্দুল করিমের মেয়ে ও ডুলাহাজারা কলেজের ২য় বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্রী।

arthohotha

s alam president – mobile

গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগীরখীল এলাকায় এ ঘটনা ঘটে। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, কলেজ ছাত্রীর আত্মহত্যার কারণ কি কেউ বলতে পারেনি। এনিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের।

 
নিহত ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল থেকে জন্নাতুল ফেরদৌসের মন খারাপ ছিল। কি কারণে মন খারাপ তা পরিবারের কাউকে বলেনি। এক পর্যায়ে দুপুর বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের নিজ কক্ষের দরজা বন্ধ করে ছাদের রড়ের সাথে উড়না পেছিয়ে আত্মহত্যা করে।

 

পরে তাকে ঘরের রুমের ছাদের রড়ের সাথে উড়না বেধে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলা কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

Yakub Group

এবিষয়ে জানতে চাইলে চকরিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, ডুলাহাজারা কলেজ ছাত্রী আত্মহত্যা ঘটনার কথা শুনামাত্রই পুলিশ ফোর্স পাঠায়। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। আত্মহত্যার কারণ খোঁজা হচ্ছে।

 

রিপোর্ট : মুকুল কান্তি দাশ,চকরিয়া :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!