কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে পাওয়া যায় ২০০ পিস ইয়াবা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চকরিয়ার কাকারা ইউনিয়নের মাইজকাকারা এলাকার মো. ওমরের ছেলে মো. আইয়ুব (২০) এবং চট্টগ্রাম নগরের দক্ষিণ পতেঙ্গা নাজিরপাড়ার মো. কোরবান আলীর ছেলে মো. আরমান (২৯)।
চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন বলেন, ‘অভিযান চালিয়ে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের মৌলভীরবাজার এলাকা থেকে দুই যুবককে আটক করি। পরে তাদের দেহ তল্লাশি করে পাওয়া যায় ২০০টি ইয়াবা।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
এএইচ