চকরিয়ায় আচারের প্যাকেটে ইয়াবা, খালা-ভাগ্নে আটক

0

কক্সবাজারের চকরিয়ায় অভিনব পন্থায় আচারের প্যাকেটে করে ইয়াবা পাচারকালে খালা-ভাগ্নেকে আটক করেছে মালুমঘাট হাইওয়ে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হল কক্সবাজার সদরের বইদ্যঘোনা এলাকার মৃত মো. শফির মেয়ে আনার কলি (১৯) ও এবাদুল হকের ছেলে মো. শাকিল (২০)। তারা সম্পর্কে খালা-ভাগ্নে।

রোববার (২৩ জুন) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালীর মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুল মোতালেব। তিনি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মেদাকচ্ছপিয়া ঢালা এলাকায় একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রীকে তল্লাশি করি। এ সময় তাদের কাছে থাকা আচারের প্যাকেটের ভেতর থেকে দুই হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করি।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

s alam president – mobile

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!