কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ১০ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১জুন) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বরইতলী ও ফাঁসিয়াখালী ইউনিয়নে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর হোছেন ছেলে মো. মারুফ, মৃত সোলতান আহমদের ছেলে মো. নুর হোছেন, নুর হোসেনের ছেলে মোক্তার আহমদ, নুর হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম, রহমত উল্লাহর স্ত্রী শাহজাহান বেগম, আলতাফ হোসেনের ছেলে নুরুল ইসলাম, মৃত কবির আহমদের ছেলে বদিউল আলম এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের আবুল খায়েরের ছেলে নেজাম উদ্দিন, কালা মিয়ার ছেলে নুরুল আলম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এই সংবাদ পেয়ে থানার একাধিক পুলিশ ফোর্সকে সঙ্গে নিয়ে উপজেলার বরইতলী ও ফাঁসিয়াখালী ইউনিয়নের অভিযান পরিচালনা করি। এ সময় বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হই।’
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
ডিজে