কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জন হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছয় জন ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (২৩ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড তাজা কার্তুজ, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, একটি পিকআপ গাড়ি (মিনি ট্রাক) এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটককৃত ছয় ডাকাত হলেন—মো. বাবুল (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) ও মো. হোসেন (৩৯)।
আটকদের মধ্যে মো. বাবুল অর্থ যোগানদাতা এবং নিহত লে. তানজীমকে সরাসরি ছুরিকাঘাত করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এছাড়াও ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মো. হেলাল উদ্দিন, গাড়ি চালক মো.আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মো.আরিফ উল্লাহ এবং তথ্যদাতা মো. জিয়াবুল করিম ও মো. হোসেন ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে স্বীকার করেছেন।
আইএসপিআর সূত্রে জানা গেছে, আটকদের বিরুদ্ধে সেনাবাহিনী বাদি হয়ে মামলা করবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য সেনাবাহিনীর অভিযান অব্যাহত আছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জরুল কাদের ভুঁইয়া বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকজন ডাকাতকে আটক করেছে বলে জেনেছি। তাদের এখনও থানায় হস্তান্তর করেনি। থানায় হস্তান্তর করলে মামলার প্রক্রিয়া নেওয়া হবে।
গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় এক বাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে অভিযানে যায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের নেতৃত্বে একটি দল। এসময় ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল। এক পর্যায়ে ডাকাতরা লেফটেন্যান্ট তানজীমকে ছুরি মেরে হত্যা করে।
ডিজে