কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সকালে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মৌলভীরচর এলাকায় একটি সবজি খেত থেকে ওই লাশ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ক্ষেতে লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এছাড়া কক্সবাজার থেকে সিআইডি ঘটনাস্থলে এসে ফরেনসিক রিপোর্ট তৈরি করে। ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মারা যাওয়ার পর কে বা কারা লাশ ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি প্রতিবদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় শনাক্তের কাজ চলছে।
ডিজে