চকরিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে অর্ণ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অর্ণ (১৪) চকরিয়া পৌরসভার কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে পৌরসভার ভরামুহুরী এলাকার অনু রামের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো সকালে স্কুলে যায় অর্ণ। বিকালে বাড়ি ফেরার সময় প্রবল বৃষ্টি শুরু হওয়ায় বন্ধুদের সঙ্গে উপজেলা প্রশাসনের আবাসিক এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। এসময় অসাবধানতায় গোসলরত অবস্থায় সে পানিতে ডুবে যায়।

বন্ধুরা তাকে পুকুর থেকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm