চকরিয়ায় পরীক্ষায় ফেল করা কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

কক্সবাজারের চকরিয়ায় দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। তারা ফলাফল বাতিল করে পাস করানোর দাবি জানান। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে চকরিয়ায় সরকারি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।

পরে চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে। কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি বিবেচনার আশ্বাস দেন।

জানা গেছে, চকরিয়া সরকারি কলেজের এইচএসসি দ্বাদশ শ্রেণির নিয়মিত ও অনিয়মিত আনুমানিক ১০৫০ জন শিক্ষার্থীরা সম্প্রতি নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে বিজ্ঞান বিভাগে ৬৯ জন, মানবিক ১১০ ও ব্যবসায় শিক্ষায় ১০৯জন শিক্ষার্থী পাশ করে। এতে ফেল করে ৬৪০ জন শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগের সীমান্ত বড়ুয়া নামে এক শিক্ষার্থী জানান, নির্বাচনী পরীক্ষায় প্রথমবার ফলাফলে আমি পাস করেছি। কিন্তু দ্বিতীয়বার সংশোধিত ফলাফলে আমার নাম নেই। আমাকে ফেল দেখানো হয়েছে। এরকম অনেক শিক্ষার্থী প্রথমবারে পাস করলেও পরে তাকে ফেল হিসেবে দেখানো হয়েছে। তাই আমরা এই ফলাফল বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে ফলাফল পুনঃবিবেচনার দাবি জানাচ্ছি।

নাম না প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, গত ৫ আগস্টের আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কলেজ বন্ধ, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের অনুপস্থিতিসহ সবমিলিয়ে লেখাপড়া করতে না পারায় নির্বাচনী পরীক্ষা তেমন ভাল করতে পারেনি শিক্ষার্থীরা।

এছাড়া খাতা নিরীক্ষণে শিক্ষকদের কড়াকড়ির কারণে এই ফলাফল বিপর্যয় হয়েছে। এদিকে দু’বার ফলাফল ঘোষণা কলেজ কর্তৃপক্ষের অবহেলা বলেও মনে করছেন কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা।

চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন, বিষয়টি ছাত্রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তাছাড়া নির্বাচনী পরীক্ষা পরিচালনায় একটি কমিটি রয়েছে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm