চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে মো. ইব্রাহিম নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চকরিয়া পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা হামিদআলী পাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম (৩৫) চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মো. জামাল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এসএম শহিদুল ইসলাম।

স্থানীয়রা জানায়, ইব্রাহিম একজন মানসিক প্রতিবন্ধী ছিল। সে ভবঘুরে জীবনযাপন করতো।

শুক্রবার রাতে উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরির সময় এক পর্যায়ে রেললাইনে এসে বসে থাকে। গাড়ি মনে করে সে সরে যায়নি। হঠাৎ চট্টগ্রামগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে লাইনে কাটা পড়ে ইব্রাহিম মারা যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm