চকরিয়ায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ইট ভর্তি ডাম্পারের (মিনি ট্রাক) চাপায় এক যুবক নিহত হয়েছেন। তিনি আবুল খায়ের কোম্পানির ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল (২৪)। তিনি চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার মৃত শামসুদ্দিন পেশকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো জুয়েল রোববার সকাল ৮টার দিকে আবুল খায়ের অফিস থেকে প্রোডাক্ট নিয়ে ফিল্ডে বের হন। পথে চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে পৌঁছালে ইটভর্তি ডাম্পার (মিনি ট্রাক) জুয়েলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল মারা যান। পরে চকরিয়া থানা পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

চকরিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আল-আমিন বলেন, আবুল খায়ের কোম্পানির সুপারভাইজার জুয়েল ট্রাকচাপায় নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm