চকবাজার-বহদ্দারহাটের ত্রাস কাউছার দুই সহযোগীসহ গ্রেপ্তার

0

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট ও চকবাজার এলাকার কথিত স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ কাউছারকে (৩৯) দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসের অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে চান্দগাঁও থানাধীন ওমর আলী মাতব্বর রোডে একটি আস্তানা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বিকেলে নগর গোয়েন্দা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়। গ্রেপ্তার মোহাম্মদ কাউছার চান্দগাঁও থানার বাদশা চেয়ারম্যান ঘাটা এলাকার আবদুস সালামের ছেলে।

কাউছারের দুই সহযোগী হলো- হারুনুর রশিদের ছেলে আরিফুল ইসলাম প্রকাশ নয়ন (২৬) এবং ওমর আলী মাতব্বর রোডের সিরাজুল ইসলামের ছেলে মো. শাহাদাত হোসেন (৩৩)। এসময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি, একটি ছুরি ও দুইটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

s alam president – mobile

এর আগে গত বছরের ২৯ জুলাই অস্ত্রসহ কাউছারকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।

এডি/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!