চকবাজার ও বহদ্দারহাটসহ ৬ বাজারের ইজারা বাতিল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাকা পরিশোধ না করায় চকবাজার কাঁচাবাজারসহ ছয়টি বাজারের ইজারা বাতিল করা হয়েছে।

সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে। বাজারগুলো নতুন করে ইজারা দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে রাজস্ব বিভাগ।

ইজারা বাতিল হওয়া ছয়টি বাজার হলো, বহদ্দারহাট, চকবাজার, পোস্তরপাড়, সাগরিকা গরু বাজার, কাজীর হাট ও আব্দুল মাবুদ সওদাগার হাট।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত বছরের মার্চে বাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয় এবং ৪ এপ্রিলের মধ্যে বাজারের ইজারামূল্য জমা দেওয়া বাধ্যবাধতা ছিল। তবুও ইজারাদারেরা ইজারামূল্য জমা দেননি।

সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ইজারামূল্য জমা না দেওয়ায় ছয়টি বাজারের ইজারা বাতিল করা হয়েছে।’

এদিকে ইজারা বাতিল হলেও চকবাজারের বুধবার (৩১ জানুয়ারি) ইজারাদারের লোক হাসিলের টাকা তুলেছেন বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

আরএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm