চট্টগ্রাম নগরীর চকবাজারের কাউন্সিলর নূর মোস্তফা টিনুর অনুসারী ‘কিশোর গ্যাং’ লিডার রবিউল ইসলাম রাজুর নেতৃত্বে হামলায় স্বেচ্ছাসেবক লীগ কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রাবাস সংলগ্ন চটেশ্বরী রোডে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন স্বেচ্ছাসেবক লীগ কর্মী জিকু দেবনাথ, আমিরুল ইসলাম রুবেল, গোপাল, সাজু ও ডালিম। এদের মধ্যে জিকু ও গোপালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চকবাজারের কিশোর গ্যাং লিডার রবিউল ইসলাম রাজুর নেতৃত্বে
সাইদুল রাজু, শাকিল, রকিব, রাশেদুল ইসলাম রাব্বি, সাইফুল ইসলাম, সাকিব, হামকা জুয়েল, জুম্মন, ইমাম হোসেন ইমাম, মোর্শেদ ওরফে খরগোশ মোর্শেদ, হানিফ, সাইফুল ইসলাম, হৃদয়সহ একদল কিশোর ধারালো কিরিচ, লাঠি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এই সময় হামলার শিকার যুবকরা চট্টেশ্বরী রোডে দাঁড়িয়ে ছিলেন।
এই সময় জিকুকে মাটিতে ফেলে আঘাত করতে থাকে হামলাকারীরা। হামলার শিকার ও হামলাকারী উভয় গ্রুপ সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন জিকু দেবনাথ বলেন, ‘রাজুর নেতৃত্বে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে। আমার পা ভেঙে গেছে। গত বছর ফেব্রুয়ারিতে পূজার সময় মেয়েদের শ্লীলতাহানি করার চেষ্টা করে রাজু। ওই ঘটনার প্রতিবাদ করায় এখন আমাদের ওপর হামলা করা হয়েছে। এছাড়া তার সঙ্গে আমার কোনো ধরনের বিরোধ নেই।’
এই বিষয়ে জানতে চাইলে রবিউল ইসলাম রাজু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, জিকুর নেতৃত্ব একদল যুবক আমার দুইজন কর্মীকে মাথায় আঘাত করেছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এই ঘটনায় একটি পক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তারা থানার উদ্দেশ্যে আসছেন। উনারা আসলে বিস্তারিত জানা যাবে।’
রাজু স্থানীয় কাউন্সিলর নূর মোস্তফা টিনুর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। ২০২১ সাল চট্টগ্রাম মেডিকেলের এক ডাক্তারকে হত্যাচেষ্টা মামলায় পাঁচলাইশ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল রাজু। পরে জামিনে বেরিয়ে আসে।
কিশোর গ্যাং লিডার রাজুর বিরুদ্ধে মেডিকেলের অ্যাম্বুলেন্স থেকে চাঁদাবাজির অভিযোগও আছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ ও চকবাজার থানায় চাঁদাবাজি, অপহরণ, হত্যাচেষ্টার একাধিক মামলা ও জিডি থাকার তথ্য পাওয়া গেছে।