চট্টগ্রামের চকবাজার এলাকায় খেটে-খাওয়া শতাধিক দিনমজুরের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১২ মে) ১৬ নং চকবাজার ওয়ার্ড কার্যালয়ের সামনে এসব ইফতার বিতরণ করেন
চকবাজার থানা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন চকবাজার থানা ছাত্রলীগ নেতা নেওয়াজ শরীফ অমি, অর্পন বড়ুয়া, আশরাফ উদ্দিন সাকিব, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবদুর রায়হান কিরন, নাবিল খান আবির, এছহাক খান তনময়, মোঃ মাসুম, রফিক সুলতান, ফরহাদুর রহমান ফয়সাল প্রমুখ।
এ বিষয়ে মুজিবুর রহমান রাসেল বলেন, ‘দেশের এই দুঃসময়ে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা আপ্রাণ চেষ্টা করে নানাভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে। চকবাজার থানা ছাত্রলীগ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত রাখবে।’
আদর/এমএফও