চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে বিকৃত যৌন হয়রানির শিকার হয়েছেন মহসিন কলেজে পড়ুয়া এক ছাত্রী। সবশেষ বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর লালখানবাজার এলাকায় ওই ছাত্রীর বাসার সামনে গিয়ে অভিযুক্ত তরুণ প্রকাশ্যে হস্তমৈথুন করে উত্যক্ত করা চেষ্টা চালান।
ওই ছাত্রী অভিযোগ করে বলেন, এটাই প্রথম নয়। ওই যুবক অসংখ্যবার এমন কাণ্ড করেছে। কখনও তার গোপনাঙ্গ প্রকাশ্যে দেখিয়ে, আবার কখনও অশ্লীল কথা ছুঁড়ে দিয়ে।
যৌন হয়রানির বিবরণ দিয়ে ওই ছাত্রী বলেন, আমি পড়াতে যাই প্রতিদিন। মাথা নিচু করে কোনদিকে না তাকিয়ে যাওয়ার পরও সপ্তাহে অন্তত দুইবার এমন বিকৃতমনা লোকদের সঙ্গে দেখা হয়ে যায়। প্রতিবারই হয়তো চুপ করে, আর নয়তো নিচের দিকে তাকিয়ে চলে যাই।’
বুধবারের (২ সেপ্টেম্বর) ঘটনার বিবরণ দিয়ে ওই ছাত্রী বলেন, ‘কিন্তু আজ আর পারলাম না, কেন জানেন? কারণ আজকের ঘটনাটি আমাদের বাসার গেইটের পাশে ঘটেছে। তাই একটু সাহস করে ভিডিও করার চেষ্টা করলাম। কিন্তু আবার এটাও ভাবলাম— ভিডিও করে লাভ কী? এমন হাজারও ভিডিও ফেসবুক-ইউটিউবে পাওয়া যাবে।’
ওই তরুণী বলেন, ‘এই অসভ্য কাণ্ডের ভিডিওটা যখন করছিলাম, তখন লোকটা একটুও ভয় পেলো না। বরং উনি আরও বেশি করে অসভ্য কাজটি করছিলো। পরে ভিডিও করা বন্ধ করে আব্বুকে ফোন করার ভান করতেই লোকটি আমাকে বলল, ‘সরি, জাস্ট থিঙ্ক সরি’। এ কথা শোনার পর মনে হলো কেউ একজন এসে কষে চড় মারলো আমাকে।’
মহসিন কলেজে পড়ুয়া এই ছাত্রী বলেন, ‘আমি মেয়ে। এমন এক সমাজে বসবাস করি আমরা, যেখানে আমাকে-আপনাকে শিখিয়েছে যাই হোক না কেন তুমি মাথা উঁচু করে কিছু বলবা না। কিছু যদি হয়েও যায় তুমি চুপ করে থাকবে। বাই অ্যানি চান্স কিছু বললে সব দোষ তোমারই হবে!’
সিপি