চট্টগ্রাম নগরীর চকবাজারের পাহাড়ি এলাকা পার্সিভ্যাল হিলে একটি পাহাড়ের মাটি কেটে যাচ্ছিল ডেভেলপার প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ লিমিটেড কর্তৃপক্ষ।
শনিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে তিনটার দিকে পার্সিভ্যাল হিল থেকে মাটি কাটার সময় এপিক প্রপার্টিজের নিয়োজিত চার শ্রমিককে গ্রেপ্তার করেছে চকবাজার থানার পুলিশ।
জানা গেছে, ডেভেলপার প্রতিষ্ঠান এপিক প্রপার্টিজ লিমিটেড কবাজারের পাহাড়ি এলাকা পার্সিভ্যাল হিলে ‘এপিক ভুঁইয়া ইম্পেরিয়াম’ নামে ১২ তলাবিশিষ্ট একটি ভবনের প্রকল্প হাতে নেয়। এর আয়তন প্রায় ৫৯ কাঠা।
এরপর থেকেই এপিক প্রপার্টিজের নিয়োজিত শ্রমিকরা চারদিক টিন দিয়ে ঘিরে আড়ালে কয়েক মাস ধরে একটি পাহাড় কেটে ফেলছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসার পর চলতি বছরের ১০ মার্চ এ বিষয়ে তারা পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয় বরাবরে অভিযোগ জানায়।
কিন্তু এরপরও পাহাড় কেটেই যাচ্ছিল এপিক প্রপার্টিজ। শেষ পর্যন্ত চকবাজার পুলিশই হাতেনাতে ধরলো পাহাড়কাটা শ্রমিকদের। তবে মালিকপক্ষের কাউকে ধরতে পারেনি।
সিপি