চকবাজারে নালায় মিললো বৃদ্ধের মরদেহ

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দামপাড়া বাগমনিরাম মসজিদ লেইন এলাকায় নালা থেকে কামরুল আনোয়ার নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) সকালে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, কামরুল আনোয়ার (৬২) দামপাড়া এলাকার মৃত শামসুল আনোয়ারের ছেলে। মাথায় আঘাতের চিহ্ন দেখে পুলিশের ধারণা বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছে তার।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) এআইএম তৌহিদুল করিম বলেন, ‘কামরুল আনোয়ার দীর্ঘদিন ধরে বাড়িতে একা থাকতেন এবং তিনি নিঃসন্তান ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!