চকবাজারে অসহায়দের ইফতারসামগ্রী দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাহরি ও ইফতারসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন ফরহাদ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) চকবাজারের কাপাসগোলা মকবুল সওদাগর লেইনে তার নিজ বাসভবনে গরিব-অসহায় মানুষদের এই সাহরি ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ রবিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সৈয়দ রিয়াজুল করিম বিলাশ, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক আফতাব উদ্দিন মাহমুদ ইমন, এসএম নুরউদ্দীন শরীফ,মো জাহেদুল ইসলাম, জিকু দেব নাথ।

আরও উপস্থিত ছিলেন গোপাল সরকার, মামুনুর ইসলাম মামুন, মো. রুবেল, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সদস্য আবু সালেহ বাপ্পি, ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো৷ জানে আলম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm