চকবাজারের গাউছিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারির চকবাজারে আউটলেটে মিষ্টিতে মাছি পাওয়া গেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ জুন) জেলা প্রশাসনের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এ জরিমানা করেন।
অভিযানে মিষ্টিতে মাছি পাওয়ায় গাউছিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারিকে পাঁচ হাজার টাকা, নিবন্ধন লাইসেন্স না থাকায় এরাবিয়ান দরবারকে নয় হাজার টাকা, কর্মচারীদের ইউনিফর্ম না থাকা এবং অভিযোগ বক্স না থাকায় হোটেল ফোর স্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানান, চকবাজার এলাকায় গাউছিয়া প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকারির মিষ্টিতে মাছি থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আরএ/ডিজে