ঘোষণার পরই চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি স্থগিত

কক্সবাজারের চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি ঘোষণার দুইদিন পার না হতেই সেই কমিটি স্থগিত করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দলটির কক্সবাজার জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটি স্থগিত করেন। কমিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজারের সভাপতি রহিম উদ্দিন।

জানা গেছে, গত ৯ এপ্রিল চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের তিন সদস্যের একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে জয়নাল আবেদীনকে আহবায়ক, সাইফুল ইসলাম বাবলু ও জালাল উদ্দিনকে যুগ্ম আহবায়ক করা হয়।

পরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সম্পাদকের নির্দেশে ১১ এপ্রিল সোমবার ঘোষিত কমিটি স্থগিত করে জেলা কমিটি।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিম উদ্দিন বলেন, ‘চকরিয়া আওয়ামী লীগে দুটি গ্রুপ রয়েছে। এদের মধ্যে পদবঞ্চিত একটি গ্রুপ চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি নিয়ে কেন্দ্রে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে আওয়ামী-স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশে চকরিয়া পৌরসভার সম্প্রতি ঘোষিত আহবায়ক কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তিন সদস্যের ঘোষিত ওই কমিটির মধ্যে দু-একজনের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে বলেও কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী শীঘ্রই একটি পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হতে পারে।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!