বুলবুলের গর্জনে সেন্টমার্টিনে আটকা ১২০০ পর্যটক

সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় ১২০০ পর্যটক। শুক্রবার (৮ নভেম্বর) টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় তারা আটকা পড়েন।

নিম্নচাপ থেকে ‘বুলবুল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলের দিকে ধেয়ে আসায় আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বিকালেই ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছিল। শুক্রবার (৮ নভেম্বর) সকালে তা বাড়িয়ে ৪ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এ কারণে জাহাজ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‌‘দ্বীপে প্রায় ১২০০ পর্যটক আটকা পড়েছেন। পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয় প্রশাসনের পক্ষ থেকে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। আটকা পড়া পর্যটকদের সুলভ মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হোটেল-মোটেল ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে পর্যটকদের ফিরিয়ে আনা হবে। এছাড়া ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাইক্লোন শেল্টারসমূহ প্রস্তুত রাখা ও জেলেদের সাগরে যাওয়া থেকে বিরত রাখাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকার করে ফিরছে জেলেরা।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। তবুও জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকার করে ফিরছে জেলেরা।

বিআইডব্লিউটিএ টেকনাফ অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে আড়াই হাজারের মতো পযর্টক সেন্টমার্টিন বেড়াতে যায়। প্রায় এক হাজারের মতো পর্যটক রাতে দ্বীপে অবস্থান করেন। শ’দুয়েক পর্যটক আগে থেকে সেখানে অবস্থান করছিল।

পর্যটকবাহী জাহাজ কেয়ারি আটলান্টিক ক্রুজ এর ব্যবস্থাপক আব্দুল আজিজ বলেন, ‘সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ থেকে কোনো জাহাজ দ্বীপে যায়নি। দ্বীপে বেড়াতে গিয়ে অনেক পর্যটক আটকা পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।’

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজমীর ইলাহি বলেন, ‘কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহম্মদ বলেন, ‘পর্যটকদের ভালো মন্দ খোঁজ খবর রাখা হচ্ছে। হোটেলে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশপাশি বৈরি আবহাওয়ায় কোনো পর্যটক যাতে সমুদ্রে গোসল করতে না নামেন, সে বিষয়ে বীচ কর্মিদের সতর্ক করা হয়েছে।’

এদিকে শুক্রবার সন্ধ্যার পর থেকে সেন্টমার্টিনে হালকা বৃষ্টি ও থেমে থেমে দমকা বাতাস বয়ে যাচ্ছে বলে জানা গেছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!