ঘাসফুলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0

বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল এর বার্ষিক সাধারণ সভা (২০১৮-১৯) নগরীর পিটস্টপ রেস্টুরেন্টের হলরুমে সোমবার (২৪ জুন) অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন ঘাসফুল নির্বাহী পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড.মনজুর-উল-আমিন চৌধুরী।
আলোচনা সভায় ঘাসফুল এর নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শাহনা মুহিত চলতি অর্থ বছরের সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সংবলিত পূর্ণাঙ্গ বিবরণী তুলে ধরেন। ঘাসফুলের নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ জেরিন মাহমুদ হোসেন চলতি অর্থ বছরের সংস্থার আর্থিক বিবরণী পাঠ করেন।

সভায় উপস্থিত সদস্যরা সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের উপস্থাপিত বিবরণীর উপর আলোচনায় অংশ নেন এবং চলতি অর্থবছরের ঘাসফুল পরিচালিত সামগ্রিক উন্নয়ন কর্মকান্ড এবং নতুন শুরু হওয়া প্রকল্পগুলোর অগ্রগতি মূল্যায়নসহ আগামী অর্থ-বছরের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও করণীয় নির্ধারণ করেন।

s alam president – mobile

সভায় সংস্থার আগামী ২০১৯ – ২০ অর্থবছরের বাজেট অনুমোদন, অডিটর নিয়োগ, আয়কর উপদেষ্টা নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের অনুমোদন দেন। সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীদিনের সাফল্য কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

এতে বক্তব্য রাখেন ড. মনজুর-উল-আমিন চৌধুরী, প্রফেসর ড. জয়নাব বেগম, পারভীন মহামুদ, ডা. মঈনুল ইসলাম মাহমুদ এবং সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী প্রমুখ।

উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী,প্রফেসর ড. জয়নাব বেগম, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, শাহানা মুহিত, কবিতা বড়ুয়া, মো. ওহিদুজ্জামান, নাজনীন রহমান, গোলাম মোস্তফা, ইয়াসমিন আহমেদ, জাহানারা বেগম, নাজমা জামান, পারভীন মাহমুদ এফসিএ, সমিহা সলিম ও জেরিন মাহমুদ হোসেন।

Yakub Group

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!