ঘর থেকে ডেকে নিয়ে বান্দরবানে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

0

ঘর থেকে ডেকে নিয়ে বান্দরবানের রোয়াংছড়িতে অংথুইচিং মারমা নামের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিহত অংথুইচিং মারমা রোয়াংছড়ির থোয়াইঙ্গ্যা পাড়া এলাকার মং থুই মারমার ছেলে এবং তিনি পেশায় কৃষক ছিলেন বলে জানা গেছে।

সোমবার (২৪ জুন) রাত দেড়টার দিকে উপজেলার থোয়াইঙ্গ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। তিনি বলেন, ঘর থেকে ডেকে নিয়ে অংথুইচিং মারমাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভোররাতে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!