চট্টগ্রামের বায়েজিদ থানার কুলগাঁও এলাকার এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর জালালাবাদ ওয়ার্তের বটতলী খাজা রোডের ভান্ডারী কলোনিতে এ ঘটনা ঘটে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন হোসেন টিপু (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আল আমিনের বাড়ি কুলগাঁওয়ের কেরানী বাড়িতে। তার বাবার নাম জানে আলম।
বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘শুক্রবার দুপুরে ওই শিশুর বাবা জুমার নামাজ পরতে যায়। তার মা ফোর এইচ গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করে। ওই সময় তার মাও চাকরিতে ছিলেন। এ সুযোগে ৯ বছরের মেয়েটিকে আসামী টিপু ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ উঠে।’
তিনি আরও বলেন, ‘বুধবার সকালে আসামী আল আমিন হোসেন টিপুকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’
আরএ/এমএফও