ঘরে ২০ হাজার ইয়াবা, ইউপি সদস্য গ্রেপ্তার টেকনাফে

0

২০ হাজার ইয়াবাসহ কক্সবাজারে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এক ইউপি সদস্যকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালিয়া পাড়ায় এক মাদক কারবারির বাড়িতে ইয়াবার চালান মজুদের খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ হোসেন (৪০) হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার আব্দুস সাত্তারের ছেলে। বাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ ২ লাখ ৪০ হাজার টাকা।

s alam president – mobile

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, জাহিদ হোসেনের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি মাদক কারবারিদের তালিকায় ৬১ নম্বরে রয়েছে। ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার এই ইউপি সদস্যের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!