ঘরে মায়ের লাশ রেখে পরীক্ষা দিতে বসলেন সিফাত

কক্সবাজারের বোরহান উদ্দিন সিফাত এবারের এইচএসসি পরীক্ষার্থী। প্রতিদিনের মতো পরীক্ষা প্রস্তুতি নেয় সে। কিন্তু বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে তার মায়ের মৃত্যু হয়। এরপরও মানসিক বিপর্যস্ত সিফাত মায়ের লাশ ঘরে রেখেই পরীক্ষা দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৫টা ১৫ মিনিটে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কক্সবাজারের ঈদগাঁওয়ে। সিফাতের মায়ের নাম জেসমিন আক্তার।

ঈদগাঁও রশিদ আহমদ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সিফাত ঈদগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঈদগাঁও উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য বি আর হাশেমী বদরুর ছেলে।

জানা গেছে, ১১ জুলাই সকাল সাড়ে ৯টায় সিফাতের মায়ের জানাজা ও দাফনের সময়ক্ষণ নির্ধারণ করা হয়। কিন্তু সকাল ১০টায় রামু ডিগ্রি কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি পরীক্ষায় সে অংশ নিতে চলে যায়। ফলে মাকে কবর দেওয়ার সময় থাকতে পারেনি সিফাত।

সহধর্মিণী হারানো ঈদগাঁওয়ের বর্ষীয়ান সাংবাদিক বি আর হাশেমী বদরু অশ্রুসজল নয়নে জানান, তার কনিষ্ঠ সন্তান সিফাত মাকে চিরবিদায় জানাতে না পারার আফসোস নিয়েই পরীক্ষা কেন্দ্রে গেছে । যা বাবা হিসেবে তাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের চরম ব্যথিত করছে।

এ সময় সিফাতকে সান্ত্বনা দিতে সহপাঠীরাও ভিড় জমায় তার বাড়িতে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm