ঘরে একা পেয়ে কিশোরীর শ্লীলতাহানি ও হত্যার চেষ্টা

চট্টগ্রামের সন্দ্বীপে ঘরে একা পেয়ে এক কিশোরীর শ্লীলতাহানি ও হত্যার চেষ্টা করেছে স্থানীয় বখাটে যুবক- এমনটা অভিযোগ উঠেছে।

রোববার (৬ জুন) বিকেল ৪টার দিকে উপেজলার রহমতপুর ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের মো. সুমন একই এলাকার মৃত আবদুল মন্নানের ছেলে।

জানা যায়, মেয়েটির মা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চাকরি করেন। যে কারণে মেয়েকে ঘরে একা রেখে যান। এ সুযোগে বিকেলে স্থানীয় বখাটে যুবক মো. সুমন ঘরে ঢুকে মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার করলে সুমন তার গলা টিপে ধরে ও বালিশ চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করে।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করে সন্দ্বীপ থানার ডিউটি অফিসার রহমত উল্লাহ জানান, মেয়ে তার অভিবাবকসহ আইনী সহায়তার জন্য থানায় অবস্থান করছেন। এখনো মামলা বা জিডি কিছুই হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহিরে রয়েছেন। তিনি আসলে পরার্মশ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm