ঘরের পুরুষ বিপদে ফেলছে বয়সী নারীদের, এক হাসপাতালেই ৫ গৃহিণীর মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গত দুই দিনে করোনায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ৫ জনই নারী। যাদের বয়স ৫৫ থেকে ৭৫ বছরের মধ্যে। চিকিৎসকরা বলছেন পেশায় গৃহিণী এসব নারী পরিবারের পুরুষ এবং তরুণ সদস্যদের মাধ্যমেই সংক্রমণের শিকার হয়ে থাকতে পারেন— এমন সম্ভাবনাই বেশি।

লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, গত দুই দিনে মারা যাওয়া ৭ জনের সকলের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে।

জানা গেছে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় (১২ এপ্রিল দুপুর ২ টা থেকে ১৩ এপ্রিল দুপুর ২ টা পর্যন্ত) মারা গেছেন ৩ জন। তাদের মধ্যে একজন ৫৬ বছর বয়সী পুরুষ, অন্য দুজন ৬৮ ও ৭২ বছর বয়সী নারী। \

এর আগে ১২ এপ্রিল কেউ মারা না গেলেও ১১ এপ্রিল মারা যাওয়া ৪ জনের মধ্যে একজন ৫২ বছর বয়সী পুরুষ এবং বাকি ৩ জন যথাক্রমে ৫৫, ৬৫ ও ৭৫ বছর বয়সী নারী।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের প্রধান ও সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত দুই দিনে মারা যাওয়া ৭ জনের সকলেই ৫০ বছরের বেশি বয়সী। এদের ৫ জন আবার গৃহিণী।’

তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই বলে আসছি তরুণদের বেশি সতর্ক হতে হবে। আসলে হচ্ছে কি ঘরের তরুণ এবং পুরুষরা বাইরে থেকে ভাইরাস নিয়ে ঘরে ফিরছেন। নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল হওয়ায় নিজেরা সামান্য ভুগে সুস্থ হয়ে গেলেও উনাদের অসতর্কতা ঘরের প্রবীণদের বিপদে ফেলে দিচ্ছে। এত দিন ধরে এত আলোচনার পরেও এই চিত্রে সামান্যতম পরিবর্তনও আসেনি এটি খুবই দুঃখজনক।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!