সকাল থেকে বিএনপির সমাবেশে খন্ড খন্ড মিছিল সহকারে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের পদভারে মুখর চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দান, সিআরবি, রেল অফিসার্স ক্লাব প্রাঙ্গন।
সকালের এক পশলা বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় ও বাসে চড়ে আসতে দেখা গেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের অভিযানের খবর ছড়িয়ে পড়ায় বিএনপি নেতাকর্মীরা সমাবেশের মাঠে, পলোগ্রাউন্ড মাঠের গ্যালারি, কার, মাইক্রোসহ সড়কে থাকা যানবাহনে রাতযাপন করে।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিএনপির সমাবেশ সফল করতে নেতাকর্মীদের খন্ড খন্ড মিছিল আসতে থাকে।
বিকেল ৩টায় থেকে পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সমাবেশ সফল করতে সকাল থেকে চট্টগ্রামের টাইগারপাস এলাকায় আসতে শুরু করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়েছে।
সীতাকুণ্ড থেকে আসা বিএনপি কর্মী আরিফ আলাউদ্দিন বলেন, ‘আমরা বাস নিয়ে রাতেই চলে আসি। বাসেই ঘুমিয়েছি।’
বহদ্দার হাট থেকে আসা জাকির হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতে পুলিশি হয়রানির তথ্য জানতে পারি আমরা। তাই গ্রেপ্তার এড়াতে বহু নেতাকর্মী সমাবেশের মাঠে বসেই রাত পার করে।’
এমএফও