গ্রিল কেটে কাস্টমস বন্ড কমিশনার কার্যালয় তছনছ

চট্টগ্রাম নগরীর ওয়াসার মোড়স্থ কাস্টমস বন্ড কমিশনারের কার্যালয়ে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ মার্চ) গভীর রাতে চুরির এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে খুলশী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, চোরের দল চার থেকে ছয়তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর বিভিন্ন ফাইল তছনছ করে। এছাড়া বন্ধ থাকা প্রত্যেকটি ড্রয়ার ভেঙ্গে মালপত্র খোঁজাখুঁজি করার আলামত পাওয়া গেছে। তবে কিছু নিয়ে গেছে কিনা তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

বন্ড কর্মকর্তাদের ধারণা চোরের দল কোনও ফাইলকে গায়েব করার জন্য এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় কাস্টমসের এআরও শোভা মিয়া তালুকদার বাদি হয়ে খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কাস্টমস বন্ড কমিশনার মাহফুজুর হক ভুঁইয়া বলেন, চোরেরা বিভিন্ন ফাইল তছনছ ছাড়াও ড্রয়ার ভেঙ্গে বেশ খোঁজাখুঁজি করেছে। রাতের যেকোন সময় তারা ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে তারা।

তিনি আরও বলেন, বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছি। অফিসিয়াল একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে খুলশী থানার উপপরিদর্শক আবদুল হাই বলেন, চুরির ঘটনার বিষয়ে বিকেলে জিডি হয়েছে। দেখে মনে হচ্ছে কোন প্রফেশনাল চোর এ ঘটনায় জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!