গ্রাহকের অর্থ আত্মসাৎ, ইসলামী ব্যাংকের ৩ কর্মকর্তার রিমাণ্ড চায় দুদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র কক্সবাজারের টেকনাফ শাখার নয় গ্রাহকের কাছ থেকে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একই শাখার ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলার পর এবার তিনদিনের রিমান্ডে চাইলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ নভেম্বর) কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন এ রিমান্ড আবেদন করেন।

আগামী ২৯ নভেম্বর এ আবেদনের উপর শুনানীর দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে তিনজন আসামীকে শোন এরেস্ট দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

এর আগে গতকাল বুধবার দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে ইসলামী ব্যাংক টেকনাফ শাখার বরখাস্তকৃত অফিসার ঈমাম হোসেন (৩৭), জুনিয়র অফিসার আজিজ আহমেদ জাবেদ (৩০) ও মোহাম্মদ শাহেদুল ইসলামের (৩১) বিরুদ্ধে নিজ কার্যালয়ে মামলা করেন।

দুদক কর্মকর্তা আরও বলেন, টাকা আত্মসাতের ঘটনায় আসামীদের সম্পৃক্ততা নির্ধারণ, আরও কোনো অবৈধ লেনদেন আছে কি-না, এসব বিষয়ে তথ্য সংগ্রহ করাসহ অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি-না তা উদঘাটনের লক্ষ্যে আসামীদের রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এমএ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm