বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুলকে পটিয়া রিজেন্সি ক্লাব সংবর্ধনা দিয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় ক্রিকেটার আশরাফুল বলেন, আমাদের দেশের গ্রামাঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে রয়েছে অসীম প্রতিভা। যার বিকাশ ঘটাতে বেশি বেশি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে হবে। আর এ ধরনের টুর্নামেন্ট থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের অসংখ্য জাতীয় মানের ক্রিকেটার। তিনি এ জন্য ক্রিকেটারদের বেশি বেশি অনুশীলনের আহবান জানান।
অনুষ্ঠানে পটিয়া পৌরসভা মেয়র মো. আশরাফুলকে পটিয়ায় ক্রেস্ট দিয়ে স্বাগত জানান।
রিজেন্সি ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসােদর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উদ্বোধক ছিলেন সিজেকেএস এর নির্বাহী সদস্য জমির উদ্দিন ভুলু, প্রধান বক্তা ছিলেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের পিএস টু চেয়ারম্যান জিকেএম পিয়ারু, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল আলম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য পুলক চৌধুরী, চট্টগ্রাম মোহামেডান ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, সমাজ সেবক জসিম উদ্দিন, আবুল কাসেম, সৈয়দ তারেক, রুবেল নাজিম, আহসান, আনিছ, খোরশেদ, মামুন, সাদ্দাম, জয়নাল, আলভী, বখতিয়ার, রফিক, সৌরভ, অপু ও মহি প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রােমর পিটয়া উপজেলার পটিয়া রিজেন্সী ক্লাব গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে মো. আশারাফুলকে এ সংবর্ধনা দেওয়া হয়। শনিবার দুপুরে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় পটিয়া মোহামেডান স্পোটিং ক্লাব ৩ উইকেটে হাটহাজারী আলোকন সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত ৫ ডিসেম্বর ২৪টি দল নিয়ে এ টুর্নামেন্ট শুরু হয়।
এসএ