‘গ্রামকে শহরে পরিণত করার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে সরকার’

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার। আর এজন্য কক্সবাজার জেলার প্রতিটি এলাকায় যে যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত করতে হয় তা করতে সরকারের পক্ষ থেকে করা হবে। আর সেজন্য জনপ্রতিনিধিদের স্বচ্ছতার সঙ্গে কাজ করে যেতে হবে। যাতে করে উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে মানুষ ভোগ করতে পারে।

স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে বুধবার (৩১ জুলাই) রাতে একটি অনুষ্ঠানে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদীসহ কয়েকজন উপজেলা চেয়ারম্যান সৌজন্য সাক্ষাতে গেলে তিনি কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!