গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ খুলশীতে

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি ক্যাফেতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সোমবার ( ২০ ফেব্রুয়ারি) দুপুরে খুলশী হলি ক্রিসেন্টের পাশের গলি ফিউশন ক্যাফেতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. কাশেম (১৭), নূর হোসাইন (২০) ও মুবিনূল হক (২২)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তুষ কুমার চাকমা বলেন, ‘খুলশীর একটি রেস্টুরেন্টে সিলিন্ডার বিস্ফোরণে তিন কর্মচারী আহত হয়েছেন। আগুনে তাদের শরীর বিভিন্ন স্থান ঝলসে গেছে।’

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন বলে জানান ওসি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm