গোয়েন্দাদের জালে ২০ জুয়াড়ি ধরা

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর থানার বিভিন্ন জুয়ার আসরে অভিযান চালিয়েছে গোয়েন্দা বিভাগ। এ অভিযানে ২০ জন জুয়াড়িকে হাতে নাতে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৮ অক্টোবর) সকালে সিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (বন্দর জোন) আবু বক্কর সিদ্দিক চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ‘মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর থানার বিভিন্ন জুয়ার আসরে চারটি টিম অভিযানে নামে। এ সময় ২০ জুয়াড়িকে আটক করেছে। এ সময় নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নিতে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এসব জুয়াড়িদের পেছনে যারা মদদ দিচ্ছে তাদেরকে গ্রেফতারও অভিযান চালানো হবে।’

এফএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm